ITHostBD মুলত ITBari এর একটি সার্ভিস। আপনারা জানেন আইটি বাড়ি সব সময়ই তাদের গ্রাহকদের সাথে স্বচ্ছতা বজায় রাখতে পছন্দ করে। প্রতিটা প্রতিষ্ঠানেরই কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকে, শৃঙ্খলার সাথে সেবা দিতে গেলে যেগুলো অত্যাবশ্যকীয়। ঠিক একই ভাবে আমাদের এই ডোমেইন-হোস্টিং সার্ভিসের জন্যও রয়েছে কিছু নিয়মনীতি। আমাদের থেকে সার্ভিস নেয়ার মাধ্যমে প্রত্যেক গ্রাহক নিম্নবর্ণিত টার্মস এন্ড কন্ডিশনগুলোর আওতাভুক্ত হবে। এই কন্ডিশনগুলো না মেনে সার্ভিস ব্যবহার করলে তা সাসপেন্ড/ডিলিট করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিচে এগুলো উল্লেখ করা হলঃ
কিছু অসাধু গ্রাহক হোস্টিংকে অবৈধ কাজে ব্যবহার করে থাকে। ফলে তা গোটা সার্ভারের প্রতি হুমকি তৈরি করে। ইতঃপূর্বে এমন ধরনের কাজের জন্য আমাদের সার্ভারকে প্রায় ২-৩ দিন বন্ধই রাখতে হয়েছিল। এজন্য নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে যে কোন প্রকার স্প্যামিং জাতীয় কার্যকলাপ রহিত করার লক্ষ্যেই আমাদের এই টার্মস এন্ড কন্ডিশনস। এগুলো মূলত তৈরি করা হয়েছে আপনার অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই।
এরপরেও কোন প্রশ্ন থাকলে সরাসরি কল করুন এই নম্বরে- 01780838227
আপনাকে ধন্যবাদ। সাথেই থাকুন ITHostBD এর।
আপনি ঘুমালেও আপনার ওয়েবসাইট থাকে জাগ্রত। কাজেই ভাল মানের হোস্টিং ব্যবহার করুন। সার্ভিস ভাল দেই বলেই আমরা সাহস করে বলতে পারি- “সার্ভারে কোয়ালিটি এবং স্পীড উভয়টি না থাকলে টাকা ফেরত!”
“৮০০+ ক্লাইন্টের আস্থা, বৃথা যাওয়ার নয়”
Office:
Near UIU Campus, 100 Feet, Satarkul Road, Badda, Dhaka
© 2020 All Rights Reserved