ITHostBD মূলত আইটি বাড়ি এর একটি সার্ভিস!

আমাদের সম্পর্কে (About Us)

আমাদের সম্পর্কে

ITHostBD (by ITBari)

ITHostBD হচ্ছে ITBari–এর একটি ডেডিকেটেড ডোমেইন ও হোস্টিং সার্ভিস।
ITBari একটি বাংলাদেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, যা ২০১৪ সাল থেকে আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং ও ট্রেনিং সেক্টরে কাজ করে আসছে। সেই দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করেই ITHostBD (by ITBari) চালু করা হয়েছে—যাতে বাংলাদেশের উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও অনলাইন ব্যবসায়ীরা একটি নির্ভরযোগ্য, নিরাপদ ও স্বচ্ছ ডোমেইন–হোস্টিং সেবা পেতে পারে।


আমরা কারা

ITBari মূলত একটি IT (Information Technology) ভিত্তিক প্রতিষ্ঠান।
আমরা দীর্ঘদিন ধরে—

  • ওয়েব ডেভেলপমেন্ট

  • আইটি ট্রেনিং

  • ডোমেইন হোস্টিং সল্যুশন

এই তিনটি সেক্টরে বাস্তব কাজ করে আসছি।
এই বাস্তব কাজের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝেছি—একটি ভালো ওয়েবসাইটের ভিত্তি হচ্ছে ভালো ডোমেইন ও শক্তিশালী হোস্টিং
এই প্রয়োজন থেকেই জন্ম নিয়েছে ITHostBD (by ITBari)


আমাদের লক্ষ্য

ITBari–এর মূল লক্ষ্য হলো—
বাংলাদেশকে বেকারমুক্ত ও ডিজিটালি দক্ষ করে গড়ে তোলা।

ITHostBD এই লক্ষ্যকে বাস্তবে সাপোর্ট করে।
আমরা চাই—

  • নতুন উদ্যোক্তা

  • ফ্রিল্যান্সার

  • ব্লগার

  • ই-কমার্স ব্যবসায়ী

যেন খুব সহজে, কম খরচে ও নিরাপদভাবে নিজের ওয়েবসাইট চালু করতে পারে এবং নিজের ডিজিটাল পরিচয় তৈরি করতে পারে।


ITHostBD কেন আলাদা

ITHostBD শুধু একটি হোস্টিং কোম্পানি নয়।
এটি পরিচালিত হয় এমন একটি টিম দ্বারা—যারা নিজেরাই প্রতিদিন—

  • ওয়েবসাইট চালায়

  • ক্লায়েন্ট প্রোজেক্ট হোস্ট করে

  • সার্ভার ব্যবহার করে

অর্থাৎ আমরা নিজেরা যে সিস্টেম ব্যবহার করি, সেটাই আপনাকে দেই।
এই বাস্তব অভিজ্ঞতার কারণেই আমাদের সাপোর্ট বাস্তবসম্মত, কার্যকর ও দায়িত্বশীল।


আইনগত বৈধতা

ITBari একটি বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান।
Trade License No: 111193

ITHostBD এই লাইসেন্সপ্রাপ্ত ITBari–এর অধীনেই পরিচালিত হয়।


আমরা কোথা থেকে পরিচালিত

ITBari ও ITHostBD–এর কল সেন্টার ও অপারেশন টিম ঢাকা বাড্ডা এলাকা থেকে পরিচালিত হয়।
আমরা একটি অনলাইন–ভিত্তিক প্রতিষ্ঠান, তাই সারাদেশের গ্রাহকদের ইন্টারনেটের মাধ্যমেই সেবা দিয়ে থাকি।


আমাদের বিশ্বাস

আমরা বিশ্বাস করি—

গ্রাহককে অন্ধকারে রেখে ব্যবসা নয়,
স্বচ্ছতা ও দায়িত্বশীলতার মাধ্যমেই দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি হয়।

এই কারণেই ITHostBD (by ITBari) সবসময় ক্লিয়ার টার্মস, স্বচ্ছ প্রাইসিং এবং গ্রাহকের পূর্ণ ডোমেইন কন্ট্রোল নিশ্চিত করে।


ITHostBD (by ITBari)
আপনার বিশ্বস্ত ডোমেইন ও হোস্টিং পার্টনার।